হোম > অপরাধ > রংপুর

হাসপাতালের বেড বাড়িতে নেওয়ার পথে চিকিৎসক আটক

প্রতিনিধি

রংপুর: রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) রোগীর জন্য বরাদ্দ রাখা বেড গোপনে বাড়িতে নিয়ে যাওয়ার পথে একেএম শাহীনুর রহমান নামে এক চিকিৎসককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। আজ বুধবার বিকেলে নগরীর ডক্টরস ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনাটিকে চুরি বলে দাবি করলেও ওই চিকিৎসক তা অস্বীকার করেছেন।

অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের হেমাটোলজি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চিকিৎসক একটি ভ্যানে করে হাসপাতালের বেডটি নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হলে ভ্যানটি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ওই চিকিৎসক হাসপাতালের পরিচালককে না জানিয়ে বেডটি নিয়ে যাওয়ায় ভ্যানটি আটক করে হাসপাতালে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে বেডটি উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রা।

চিকিৎসক শাহীনুর রহমান বেড চুরির কথা অস্বীকার করে জানান, তাঁর মা দেড় মাস ধরে হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তার মাকে কেবিনে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হবে। তাই বাড়িতে যাতে বেডে থাকতে অসুবিধা না হয়, এ কারণে হাসপাতালের স্টোর রুমে পড়ে থাকা ওই পুরোনো বেডটি মুচলেকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, ওই চিকিৎসক তাঁর মায়ের জন্য স্টোর কিপার ও ওয়ার্ড ইনচার্জকে জানিয়ে হাসপাতালের পুরোনো একটি বেডটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয়রা তা আটক করে হাসপাতালে নিয়ে আসেন। পরে পুরো ঘটনাটি আমি জেনেছি। এ ঘটনার সঙ্গে পাচারের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে তাঁর অনুমতি ছাড়াই হাসপাতাল থেকে বেডটি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু