হোম > অপরাধ > রংপুর

শিক্ষার্থী ধর্ষণ মামলায় কারাগারে থাকা শিক্ষক সাময়িক বরখাস্ত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থী ধর্ষণ মামলায় কারাগারে থাকা শিক্ষক মোতালেব হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এক আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযুক্ত শিক্ষক উপজেলার গোরকমন্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, মোতালেব হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গত ১৩ অক্টোবর হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠান। এ কারণে বিধি অনুযায়ী সরকারি চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। বরখাস্ত কালীন সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, ওই শিক্ষক কর্মস্থলে যাওয়া আসার সুবাদে উপজেলার নাওডাঙ্গা দাখিল ডিএস মাদ্রাসার এক ছাত্রীর সঙ্গে প্রেম এবং অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পরিবার তাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু তিনি তা নানাভাবে পাশ কাটান। এ নিয়ে স্থানীয়ভাবে গত ২৪ আগস্ট গভীর রাতে শিক্ষার্থীর বাবার বাড়িতে সালিস বসে। সালিসে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পরের দিন রাতেই ফুলবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ  মামলায় গত ১৩ অক্টোবর কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মন সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই আদেশের সঙ্গে ওই শিক্ষকের নতুন কর্মস্থলে যোগদানের আদেশও স্থগিত করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ