হোম > অপরাধ > রংপুর

দুপুরে পুলিশের হাতে আটক, বিকেলে মরদেহ হাসপাতালের বারান্দায়

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের হাতে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর হাসপাতালের বারান্দায় হিমাংশু বর্মণ (৪০) নামে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাঁর মরদেহ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায়ই ছিল।

হিমাংশু উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া এলাকায় বিশ্বেস্বর চন্দ্র বর্মণের ছেলে। 

বেলা ১২টার দিকে স্ত্রী হত্যার অভিযোগে হিমাংশুকে নিজ বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে যায় পুলিশ। বিকেল ৪টার দিকে পুলিশ তাঁকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক। 

জানা গেছে, আজ সকালের দিকে পুলিশ খবর পেয়ে হিমাংশুর শোবার ঘর থেকে তাঁর স্ত্রী সবিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এরপর বেলা ১২টার দিকে হিমাংশুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে পুলিশের একটি দল হিমাংশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হিরণ্ময় বর্মণ বলেন, ‘বিকেল ৪টা ৫ মিনিটে হিমাংশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তাঁর গলায় একটি দাগ রয়েছে। এখন পর্যন্ত তাঁর নাম-ঠিকানা আমাদের জানানো হয়নি।’ 

ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, ‘সবিতার লাশ উদ্ধারের পর বেলা ১২টার দিকে তার স্বামীকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। সন্ধ্যায় শুনতে পেয়েছি সে মারা গেছে।’ 

হিমাংশুকে তাঁর স্ত্রীর মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হিমাংশুর কাছে কিছু তথ্য পাওয়া যায়। এই অবস্থায় থানার নারী-শিশু হেল্প ডেস্কের কাছে তাঁকে রেখে অফিসারেরা খেতে যান। এই সুযোগে সেখানে থাকা ওয়াইফাইয়ের তার গলায় পেঁচিয়ে জানালার গ্রিলে ঝুলে আত্মহত্যা করেন হিমাংশু।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ