দিনাজপুরের ফুলবাড়ীতে চেতনানাশক ওষুধ খাইয়ে চালককে অচেতন করে অটোরিকশা (ব্যাটারিচালিত রিকশা) ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব নারায়ণপুর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ওই চালককে উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া অটোরিকশাচালক হলেন মোহাম্মদ তরিকুল ইসলাম (২৮)। তিনি হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের লোহাচড়া গ্রামের মৃত তাজমহল হকের ছেলে।
জানা গেছে, তরিকুল ইসলাম যাত্রী নিয়ে বিরামপুর থেকে ফুলবাড়ীর দিকে আসছিলেন। পথে তাঁকে জুসের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ালে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব নারায়ণপুর এলাকার ফুলবাড়ী-বিরামপুর সড়কসংলগ্ন লালপুর সড়কের পাশে স্থানীয়রা অচেতন অবস্থায় অটোচালক তরিকুলকে পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে জানায়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অটোচালককে উদ্ধার করে। চালকের পকেটে থাকা ভিজিটিং কার্ডের নম্বরে ফোন দিলে সহকর্মী অটোচালকেরা এসে তাঁর পরিচয় শনাক্ত করেন। পরে তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে অচেতন অবস্থায় অটোচালক তরিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।