হোম > অপরাধ > রংপুর

বোদায় আবারও ১৪টি কঙ্কাল চুরি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদার সাকোয়া ইউনিয়নের কইকিল্লা গোরস্থান থেকে আবারও ১৪টি কঙ্কাল চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাতে কঙ্কালগুলো চুরি হয়ে যায়। 

এলাকাবাসীরা জানান, আজ বুধবার সকালে একটি কবরের পাশে কয়েকটি কুকুর ঘোরাঘুরি করতে দেখলে স্থানীয় একজন সেই কবরের পাশে যান। সেখানে গিয়ে দেখেন কবরের মাটি সরানো ও মাঝের বাঁশগুলো অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। তাৎক্ষণিক বিষয়টি লোকমুখে স্থানীয়দের কাছে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বজনেরা ওই গোরস্থানে দাফন করা আত্মীয়দের কবর দেখতে আসেন। পরে দেখা যায় মছির উদ্দীন, আব্দুর রহমান, মাহাবুব আলম, নকিবুল, লিলিমা, আম্বিয়াসহ ১৪টি কবরের মাটি এবং বাঁশ একই কায়দায় ওঠানো হয়েছে। 

মৃত আব্দুর রহমানের ভাতিজা গোলাম কিবরিয়া বাদল বলেন, খবর পেয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা তাঁর (আব্দুর রহমান) ও মছির উদ্দীনের কবর দেখতে যাই। সেখানে গিয়ে দেখি দুটি কবরের মাটি ও বাঁশ সরিয়ে তাঁদের কঙ্কাল চুরি হয়ে গেছে। পরে বিষয়টি জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামকে জানানো হয়। 

ওই এলাকার সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ও মোজাফফর বলেন, পরপর দু'দিনে ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এভাবে চলতে থাকলে আমরা আমাদের স্বজনদের কীভাবে দাফন করব। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সাকোয়া ইউপির সাবেক চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ বলেন, খবর শুনে আমি সেখানে গিয়েছিলাম। কিছু কবরের মাটি ও বাঁশ বিচ্ছিন্নভাবে দেখা গেছে। প্রকৃত ঘটনা বোঝা যাচ্ছে না। তবে একটি পাকা কবরে দুটি কম্বল পাওয়া গেছে। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থানে আসি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এ ঘটনাটি অনেক দিন থেকে চলে আসছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে সোর্স লাগানো হয়েছে। প্রয়োজনে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। 

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, ঘটনাটি শুনে আমি, জেলা প্রশাসক স্যার ও জেলা পরিষদের চেয়ারম্যান এখানে আসি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর সে কারণে অধিকতর তদন্তের প্রয়োজন। প্রাথমিকভাবে গোরস্থান কমিটিকে আইনের সহায়তা নিতে বলা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলে সে অনুযায়ী কাজ করা হবে। 

পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বলেন, এ ঘটনায় জড়িতদের কেউ ধরিয়ে দিতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। 

উল্লেখ্য, এর আগে গত সোমবার রাতে উপজেলার চন্দনবাড়ির সরকারপাড়া ও দলুয়া দিঘি গোরস্থান থেকে ১৩টি মরদেহ চুরি হয়ে যায়। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ