হোম > অপরাধ > রংপুর

কে জানত বাজার করতে বের হয়ে লাশ হবে

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

ছেলে মিরাজুল ইসলামের (১৪) নিথর দেহ শেষবার দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন মা মেহেরনাগার। স্বজন-প্রতিবেশী ও সহপাঠীদের মাঝে চলছে মাতম। কান্নায় ভারী হয়ে গেছে বাড়ির আঙিনা। বাজার করতে বের হয়ে লাশ হবে তা কে জানত!

দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয় কিশোর মিরাজুলের মরদেহ। আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বারপাড়া এলাকায় রাত ১০টার দিকে এক পথচারী তার গলাকাটা মরদেহ দেখে। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠায়।

মিরাজুল ইসলাম একই উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং পালাপাড়া দ্বিমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার বেলা ১১টায় নিহত ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায় তার মায়ের আহাজারি। মা মেহেরনাগার আহাজারি করে বলেন, ‘রাত ৮টার দিকে মিরাজ বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। রাত ১০টা পার হলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করি। পরে লোক মারফত জানতে পারি এক কিশোরের গলাকাটা মরদেহ রাস্তার পাশে পড়ে রয়েছে। দ্রুত ছুটে গিয়ে দেখি এটাই আমার মিরাজ। পাশেই পড়ে ছিল তার সঙ্গে থাকা বাইসাইকেল।’

নিহত ছাত্রের খেলার সঙ্গী আইনুল হক বলে, ‘মিরাজ যেমনন মেধাবী ছাত্র ছিল, তেমনি বিভিন্ন খেলাধুলা ভালো করত। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাকে বাড়িতে খেলা করতে দেখেছিলাম। রাত ৮টার পর সে বাজারে গিয়ে আর ফিরে আসেনি।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ