হোম > অপরাধ > রংপুর

কবিরাজের চিকিৎসায় ঝলসে গেল রোগীর মুখ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক নারী কবিরাজের চিকিৎসায় হাসিনা বেগম নামের এক নারীর সমস্ত মুখমণ্ডল ঝলসে গেছে। এলাকাবাসী ওই নারী কবিরাজ ও তাঁর সহযোগীকে আটক করে পুলিশে হাতে তুলে দেন। সোমবার দুপুরে উপজেলার দেওয়ানের খামার (লাকী হল পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নারী কবিরাজ ছকিনা বেগম ও তাঁর সহযোগী জাহানারা বেগম নাগেশ্বরী উপজেলা থেকে এসেছিলেন বলে জানা যায়। এ দিকে ভুক্তভোগী ওই নারী বর্তমানে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ভুক্তভোগীর স্বামী রাসেদুন্নবী বুলু জানান, বেশ কিছুদিন যাবৎ তাঁর স্ত্রী অসুখে ভুগছিলেন। নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারী হাট নামক এলাকা থেকে ছকিনা বেগম নামের এক নারী কবিরাজ প্রতিবেশী আমিনুরের বাড়িতে চিকিৎসা দিতে আসতেন। সোমবার হাসিনা বেগমকে চিকিৎসার জন্য ওই কবিরাজের কাছে নেওয়া হয়। কবিরাজের চিকিৎসায় হাসিনা বেগমের সারা মুখে ফোসকা ওঠে। এ ছাড়া তাঁর শরীরে মারের দাগ পাওয়া গেছে। রোগী সুস্থ না হলে কবিরাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। 

ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসিনা বেগমের মুখমণ্ডলে অধিকাংশই ঝলসে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাসিড জাতীয় কোনো পদার্থ ছোড়া হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, এলাকাবাসী এক নারী কবিরাজ ও তাঁর সহযোগীকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড