লালমনিরহাটের পাটগ্রামে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৮) খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে হরতাল পালন করা হয়েছে। পাটগ্রাম ও পূর্ব বাজার ব্যবসায়ী সমিতি এবং সম্মিলিত নাগরিক সমাজ আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় বেলা ২টায় হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।
আজ হরতালে সকাল থেকে উপজেলায় সব ধরনের যান চলাচল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি জরুরি সেবা ওষুধ, খাবার ও খাদ্যপণ্যের দোকানও বন্ধ থাকে। শহরজুড়ে সকাল থেকে বিভিন্ন ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সাবেক অধ্যক্ষকে খুনের ঘটনার মামলায় প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গতকাল রোববার রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। রাতেই তাঁকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুপার আজ সোমবার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।