হোম > অপরাধ > রংপুর

সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় পাটগ্রামে হরতাল পালন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৮) খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে হরতাল পালন করা হয়েছে। পাটগ্রাম ও পূর্ব বাজার ব্যবসায়ী সমিতি এবং সম্মিলিত নাগরিক সমাজ আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় বেলা ২টায় হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।

আজ হরতালে সকাল থেকে উপজেলায় সব ধরনের যান চলাচল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি জরুরি সেবা ওষুধ, খাবার ও খাদ্যপণ্যের দোকানও বন্ধ থাকে। শহরজুড়ে সকাল থেকে বিভিন্ন ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

সাবেক অধ্যক্ষকে খুনের ঘটনার মামলায় প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গতকাল রোববার রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। রাতেই তাঁকে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুপার আজ সোমবার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।

সকালে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক শমসের আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ প্রধান, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ইবাদুজ্জামান বাপি, পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিনুর রহমান আজিম প্রমুখ।

উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকার নিজ বাসার সামনে ২০ জানুয়ারি রাতে খুন হন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। এ ঘটনায় প্রতিবেশী নাহিদুজ্জামান প্রধান বাবু (২৫) ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে পরদিন পাটগ্রাম থানায় মামলা করেন নিহতের ছোট ছেলে রিফাত হাসান দেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ