হোম > অপরাধ > রংপুর

প্রাথমিক শিক্ষক ট্রেনিংয়ের ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে সহকারী তিন শিক্ষা অফিসারের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাব ক্লাস্টারের ট্রেনিংয়ের ৫ লাখ টাকা করোনাকালীন আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রায় দুই বছর পর বিষয়টি জানাজানি হলে শিক্ষক-নেতাদের চাপের মুখে বিষয়টি ধামাচাপা দিতে পিকনিকের আয়োজন করা হয়। এতে ট্রেনিংয়ের টাকা আত্মসাতের ঘটনায় সাধারণ শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আওতায় বীরগঞ্জ, বটতলী, গোলাপগঞ্জ, চৌপুকুরিয়া, রঘুনাথপুর, পলাশবাড়ী, শতগ্রামসহ সাতটি সাব ক্লাস্টারের ২৩৩টি বিদ্যালয়ের প্রায় ১ হাজার ১০০ শিক্ষকের জন্য প্রশিক্ষণ বাবদ ২০১৯-২০ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারিভাবে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই সময় করোনা পরিস্থিতির কারণে প্রশিক্ষণ বন্ধ থাকায় চৌপুকুরিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার খায়রুন নাহারের নেতৃত্বে শতগ্রাম ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার দিলীপ কুমার রায় ও বটতলী ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকারের যোগসাজশে প্রশিক্ষণ না করিয়ে শিক্ষকদের স্বাক্ষর নিয়ে টাকা তুলে ভাগ-বাঁটোয়ারা করে আত্মসাৎ করা হয়। 

প্রায় দুই বছর পর করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক হলে সম্প্রতি গত মার্চ মাসে শিক্ষকদের সমন্বয়সভা চলাকালে ওই ৫ লাখ টাকার কথা শিক্ষকেরা জানতে চাইলে সহকারী শিক্ষা অফিসাররা সঠিক উত্তর না দিয়ে এড়িয়ে যান। এ বিষয়ে শিক্ষক নেতারা ওই টাকার বিষয়ে আল্টিমেটাম দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়ার কথা জানান। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত কর্মকর্তারা বাধ্য হয়ে তড়িঘড়ি করে সাতটি ক্লাস্টারের শিক্ষকদের নিয়ে গত ২৪, ৩০ ও ৩১ মার্চ জাতীয় উদ্যান সিংড়া ও ভোগডোমা শালবনে পিকনিকের আয়োজন করেন, যা অনেক শিক্ষক মেনে নেননি বলে পিকনিকেও উপস্থিত হননি। 

চৌপুকুরিয়া ক্লাস্টারের ডাবরা জিনেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলী বকস বলেন, ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় সাব ক্লাস্টার প্রশিক্ষণের জন্য টাকা বরাদ্দ দেয়। ওই সময় করোনার কারণে প্রশিক্ষণ বন্ধ থাকায় সহকারী শিক্ষা অফিসার খায়রুন নাহার টাকা চলে যাওয়ার কথা বলে বাকি শিক্ষকদের স্বাক্ষর নেন। 

এ বিষয়ে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ আলীসহ বিভিন্ন ক্লাস্টারের প্রায় ১০-১২ জন শিক্ষক বলেন, সাতটি ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসারের যোগসাজশে উক্ত টাকা চলে যাওয়ার কথা বলে ওই সময় শিক্ষকদের স্বাক্ষর নেন। পরে টাকা তুলে নিজেরাই আত্মসাৎ করেন। 

শতগ্রাম ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার দিলীপ কুমার রায় বলেন, সব ক্লাস্টারের ট্রেনিং না হলেও দু-একটি জায়গায় প্রশিক্ষণ হয়েছিল। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ সাব ক্লাস্টারের পিকনিকের কথা স্বীকার করে বলেন, ‘বিষয়টি আমার যোগদানের আগের ঘটনা। ওই টাকার দায়দায়িত্ব সহকারী শিক্ষা অফিসারদের। এ বিষয়ে তাঁরাই সঠিক কথা বলতে পারবেন।’ 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী বলেন, সাব ক্লাস্টার প্রশিক্ষণের টাকা দিয়ে পিকনিক করা বেআইনি। তাঁদের উচিত জবাব দিতে হবে। 

এ নিয়ে বীরগঞ্জ শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি মো. আমিনুল ইসলাম বলেন, ‘সাব ক্লাস্টারগুলোর পিকনিকের কথা আমি শুনেছি। তবে অর্থ কোথা থেকে এসেছে তা জানি না।’ 

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ