হোম > অপরাধ > রংপুর

লুকিয়ে গোসলের দৃশ্য দেখার প্রতিবাদ করায় বাড়িতে অগ্নিসংযোগ!

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে টিনের ফুটো দিয়ে গোসলের দৃশ্য দেখার প্রতিবাদ করায় মারপিট ও বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হোসেনপুর-চকমিলি গ্রামে এ ঘটনা ঘটে। 

এর আগে এ অপরাধের প্রতিকার চেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার। অভিযোগের জেরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। 

এ ঘটনায় অভিযুক্ত হোসেনপুর চকমিলি গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে জিন্নাহ মিয়া। 

ভুক্তভোগী পরিবারের মাহাবুর শেখ লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাঁদের বাড়ির গোসলখানার টিনের ফুটো দিয়ে বাড়ির মেয়েদের গোসলের দৃশ্য দেখেন প্রতিবেশী জিন্নাহ মিয়া। বিষয়টি টের পেয়ে এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্নাহ মিয়া ও তাঁর লোকজনেরা মাহাবুর শেখের বাড়ির লোকজনকে মারধর করেন। 

ভুক্তভোগী মাহাবুর আজ শুক্রবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে বিবাদীরা পরদিন আজ সকালে তাঁদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের একপর্যায়ে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁদের পানবরজের মালামালসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

এ ঘটনায় পলাশবাড়ী ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বসতবাড়ির একটি ঘর পুড়ে গেছে।’ 

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, ‘খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ