হোম > অপরাধ > রংপুর

ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবকের ১০ বছরের কারাদণ্ডাদেশ

রংপুর প্রতিনিধি

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করার অপরাধে টিটু রায় (৪০) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় টিটু রায় আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার। তিনি বলেন, ‘ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ায় আসামি টিটু রায়কে ৫৭ (২) ধারায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’

মামলা থেকে জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া থানার হরকলি ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে টিটু রায় নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। ২০১৭ সালের ২৮ অক্টোবর ফতুল্লায় থাকার সময় এমডি টিটু নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেন টিটু। ওই পোস্টকে কেন্দ্র করে ঠাকুরপাড়া এলাকায় মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

২০১৭ সালের ১০ নভেম্বর জুমার নামাজের পর টিটুর শাস্তি দাবি করে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত মানুষ টিটুর বাড়িসহ ঠাকুরপাড়ার হিন্দুপল্লির বাড়িঘরে আগুন দেন। এই ঘটনায় স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। আহত হন পুলিশসহ ১৫ জন। এ নিয়ে সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মকবুল হোসেন।

এদিকে আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার রায় বলেন, ‘সাইবার ট্রাইব্যুনালে ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে রায় হয়ে থাকে। সেই মোতাবেক ফরেনসিক প্রতিবেদন থেকে টিটু রায়ের মোবাইল ফোন থেকে ওই ধরনের বিতর্কিত পোস্ট দেওয়ার প্রমাণ মেলেনি। আমি মনে করি, নিরক্ষর একজন ছেলের পক্ষে ভুয়া আইডি খুলে এ রকম পোস্ট দেওয়া সম্ভব না। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ