হোম > অপরাধ > রংপুর

চাচাতো ভাইয়ের রাম দার কোপে প্রাণ গেল যুবলীগকর্মীর

রংপুর প্রতিনিধি

রংপুরে চাচাতো ভাইয়ের রাম দার কোপে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। 

নিহত রেজাউল ইসলাম (২৮) চন্দনপাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী। 

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জমিজমার বিরোধ নিয়ে পারিবারিকভাবে লাহিড়ীরহাটে আলোচনায় বসেন রেজাউলসহ চাচাতো ভাই–বোনেরা। এ সময় রেজাউলের সঙ্গে রাব্বীর বাবার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউলের মাথায় চাচাতো ভাই রাব্বী রাম দা দিয়ে সজোরে কোপ দেন। পরিবারের লোকজন তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।

এ বিষয়ে চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ‘খবরটি শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।’ 

রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘রেজাউল চন্দনপাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী। রেজাউল যুবলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করে সুবিচারের দাবি জানাচ্ছি।’ 

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড