গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হককে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ বুধবার বিকেলে তাঁকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম।
নাজমুল হক উপজেলার ইদিলপুরের হরিনাথপুর গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।
এসআই তরিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুলের বিরুদ্ধে তাঁর স্ত্রী যৌতুকের মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তাঁকে দুই বছরের সাজা প্রদান করেন। এরপর আত্মসমর্পণ না করে নাজমুল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
এসআই আরও বলেন, আজ দুপুরে নাজমুলকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।