হোম > অপরাধ > রংপুর

লালমনিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাবেক অধ্যক্ষ নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী (৬৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ পূর্ব পাড়া এলাকার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াজেদ আলী রাতে পাটগ্রামের রসূলগঞ্জে তাঁর নিজ বাড়ির উদ্দেশে হেঁটে রওনা হন। বাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে পেছন থেকে উপর্যুপরি মাথা, গলা ও বাম কাঁধে আঘাত করে পালিয়ে যায়। এ সময় চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওয়াজেদ আলীর বাবার নাম বছির উদ্দিন। ওয়াজেদ আলী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের লালমনিরহাট জেলার সাবেক ডেপুটি কমান্ডার কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম আবিদ আলীর ছোট ভাই এবং পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের মামা। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন।

রুহুল আমীন বাবুল বলেন, বাসার গেট থেকে ১০ গজ দূরে দুর্বৃত্তের হামলায় আমার মামার মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অন্যান্য তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার