হোম > অপরাধ > রংপুর

বাকপ্রতিবন্ধি তরুণী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে ধর্ষণের শিকার বাক্প্রতিবন্ধী তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ৫৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বৃদ্ধের নাম তৈয়ব আলী। তাঁর বাড়ি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পাশারীপাড়া গ্রামে। 

মামলা সূত্রে জানা যায়, বাক্প্রতিবন্ধী ওই তরুণীর বাবা-মা দিনমজুর। তাঁরা ওই তরুণীকে বাসায় রেখে অন্যের বাড়িতে দিনমজুরির কাজে যেতেন। তাই ওই তরুণীকে বাসায় বেশির ভাগ সময় একা থাকতে হতো। এই সুযোগে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পাশারীপাড়া গ্রামের তৈয়ব আলী ওই তরুণীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কয়েক দফা ধর্ষণ করেন। বিষয়টি জানাতে নিষেধ করেন তিনি। একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। 

তরুণীর পরিবারের দাবি, মেয়ের অস্বাভাবিক শারীরিক পরিবর্তন দেখে তাঁদের সন্দেহ হলে তাঁরা পরীক্ষা করে জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এরপর তাঁর কাছে জানতে চাইলে ওই তরুণী নানাভাবে তৈয়ব আলীকে নির্দেশ করেন। তৈয়ব আলী তাঁকে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে চার মাসে কয়েকবার ধর্ষণ করেন। 

এ ঘটনায় ওই তরুণীর বাবা গত শনিবার তৈয়ব আলীকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ পরের দিন রোববার অভিযান চালিয়ে তৈয়ব আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান। 

তারাগঞ্জ থানা চত্বরে ওই তরুণীর বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘পেটের দায়ে মেয়েটাকে বাড়িতে রেখে কাজে গেছিলাম এটাই আমার অপরাধ। আমার মেয়েটার সর্বনাশ করল। মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাব, কি করব? আমার প্রতিবন্ধী মেয়েটার প্রতি এই অন্যায়ের সঠিক বিচার যেন পাই।’ 

জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তৈয়ব আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ