হোম > অপরাধ > রংপুর

চাঁদাবাজির অভিযোগ: লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতিকে পদ থেকে অব্যাহতি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে (৩১) তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত হয়।

এর আগে গত সোমবার রাতে লালমনিরহাট সদর থানায় সভাপতি বিলাসসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন এক গরু ব্যবসায়ী। অভিযোগে বলা হয়, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসের নেতৃত্বে হাত-পা বেঁধে আটকে রেখে আড়াই লাখ টাকা চাঁদা আদায় করা হয়।

থানায় করা অভিযোগ থেকে জানা গেছে, গরু ব্যবসায়ী আইয়ুব আলী গত রোববার লালমনিরহাট আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বের হচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক এসে জেলা ছাত্রলীগ সভাপতি বিলাসের কথা বলে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। তাঁরা প্রথমে লালমনিরহাট মর্গের নির্জন এলাকায় নিয়ে গরু ব্যবসায়ীকে মারধর করেন। সেখানে বিলাস উপস্থিত ছিলেন। এ সময় মারধর থেকে বাঁচতে জেলা ছাত্রলীগ সভাপতি বিলাসের পা ধরেও রক্ষা পাননি আইয়ুব। মারধরের পর তাঁরা আইয়ুব আলীর পকেটে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেন। 

এরপর বিজিবি ক্যানটিন মোড়ে ছাত্রলীগ সভাপতি বিলাসের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাওয়া হয় আইয়ুব আলীকে। সেখানে তাঁর হাত-পা বেঁধে মারধর করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অবশেষে তা আড়াই লাখে সমাধান হলে গরু ব্যবসায়ী আইয়ুব আলী তাঁর স্ত্রীকে ফোন করে বিকেলে ২ লাখ ২০ হাজার টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিলে বা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাঁকে।

গত সোমবার লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গরু ব্যবসায়ী আইয়ুব আলী। বাকি অভিযুক্তরা হলেন সৌরভ টেরা, রায়হান, রব্বানী, বাবু ও তুষার। তাঁরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী ও বিলাসের সহযোগী।

আগেও রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন কবির হিরুর ওপর হামলা চালিয়ে আলোচনায় আসেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস। সে ঘটনায়ও বিলাসের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা বিচারাধীন।

এসব ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাসকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা দাবি করেন।

এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন কবির হিরু বলেন, ‘অব্যাহতির বিজ্ঞপ্তিটি সঠিক। সাংগঠনিকভাবে জেলা কমিটিকে জানানো হয়েছে। তবে নতুন করে কে বা কে ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করবেন তা জানানো হয়নি। সাতজন সহসভাপতির মধ্যে পাঁচজনই বিবাহিত।’

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাশেদ জামান বিলাসের চাঁদাবাজির অভিযোগের তদন্ত চলছে। অভিযোগটি এখন পর্যন্ত মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের