হোম > অপরাধ > রংপুর

আদালত থেকে পালানো আসামি ৩ দিন পর গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দা থেকে একজন হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ৩ দিন পর গ্রেপ্তার করেছে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশ। আজ রোববার ঢাকার ধামরাইয়ের একটি ইট ভাটা থেকে পলাতক লুৎফর রহমানকে গ্রেপ্তার করে সন্ধ্যায় দিনাজপুর কোতোয়ালি থানায় হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান। 

পালিয়ে যাওয়া ওই আসামি হলেন দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকার মোতাহার হোসেনের ছেলে লুৎফর রহমান  (৩৫)। 

দিনাজপুর কোতোয়ালি বলছে, গত বৃহস্পতিবার দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পালিয়ে যাওয়ার পর পরিবারের সহায়তায় বগুড়ায় অবস্থান নেয় লুৎফর রহমান। সেখান থেকে তাঁর বাবার সহযোগিতায় ঢাকা ধামরাইয়ের কালামপুরে একটি ইটভাটায় শ্রমিকের কাজ নিয়ে আত্মগোপন করেন তিনি। দুই দিন বিরামহীন পরিশ্রমের পর ইটভাটা মালিক ও ম্যানেজারের সহযোগিতায় তাকে আটক করা হয়। পুলিশের পক্ষে ওই অভিযান পরিচালনা করেন দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক নুর আলম, ইব্রাহীম হোসেন এবং গোয়েন্দা পুলিশ সদস্য মো. দুলাল হোসেন। 

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে জেলহাজতে ছিলেন লুৎফর রহমান। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ চুরি ও মাদকের ৪টি মামলা রয়েছে। পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দণ্ডবিধি ২২৪ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে নির্ধারিত তারিখে হাজিরা দিতে পুলিশ প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে লুৎফর রহমানকে অন্যান্য আসামিদের সঙ্গে কোর্টহাজতে আনা হয়। এরপর এজলাসে ডাক পড়লে দুই পুলিশ সদস্য আসামি লুৎফর রহমানকে সদর আমলি আদালত-১ এ নিয়ে যাওয়ার সময় কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান তিনি। 

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন