হোম > অপরাধ > রংপুর

নীলফামারীতে নিয়োগ পরীক্ষায় নকল করায় চাকরিপ্রত্যাশীকে কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদে নিয়োগ পরীক্ষায় নকল করার দায়ে ফয়সাল ইসলাম চৌধুরী নামের এক চাকরিপ্রত্যাশীকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার সকালে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় তাঁকে উত্তরপত্রসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, জেনারেল সার্টিফিকেট শাখার সিনিয়র সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘ফয়সালকে নকল করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

ফয়সাল জেলা শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদে পরীক্ষা দিচ্ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে, জেলার সাধারণ প্রশাসন এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৩,১৪ এবং ১৬ তম গ্রেডের পাঁচটি ক্যাটাগরিতে ২৮টি শূন্যপদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টার দিকে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ফয়সাল নকলের মাধ্যমে লিখতে শুরু করেন। দায়িত্বরত পরীক্ষক বিষয়টি দেখতে পেয়ে তাঁকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ফয়সালকে দুই দিনের কারাদণ্ড দেন।

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। নকল করায় এক পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।’

ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষার্থী ফয়সাল ইসলাম চৌধুরীকে হাতে লেখা উত্তরপত্রসহ আটক করা হয়।।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ