হোম > অপরাধ > রংপুর

শ্বশুর বাড়িতে তরুণীর মরদেহ উদ্ধার, স্বামীসহ শ্বশুর-শাশুড়ি পলাতক 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে বিথী আক্তার বৃষ্টি (১৭) নামে এক তরুণীর শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শোয়ার ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন তরুণীর স্বামীসহ পরিবারের লোকজন। 

নিহত পারিবারের দাবি, যৌতুকের জন্য তাঁকে হত্যা করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশেরও। 

বৃষ্টি উপজেলার কাঁচাবাড়ি খামারপাড়া গ্রামের বুলবুল আহম্মেদ বুলুর মেয়ে। 

নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী বলছে, পার্শ্ববর্তী কুতুবপুর ইউনিয়নের সোটাপীর গ্রামের এমদাদুল হকের ছেলে লিটন মিয়ার (২১) সঙ্গে ছয় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় বৃষ্টির। লিটন মিয়া মাদকাসক্ত। বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের দাবিতে বৃষ্টিকে মারধর করতেন তার স্বামী লিটন মিয়া। আজ মঙ্গলবার ভোরেও বৃষ্টি তার বাবাকে ফোন করে সেখান থেকে তাকে নিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর লিটন মিয়া বৃষ্টির বাবাকে ফোনে জানান বৃষ্টি আত্মহত্যা করেছে। 

নিহত বৃষ্টির বাবা বুলবুল আহম্মেদ বুলু অভিযোগ করে বলেন, ‘যৌতুকের জন্য মোর ছইলোক মারি ফ্যালে লাশ খাটের উপুর থুইয়া জামাইসহ বাড়ির সবাই পলাইচে। মুই আর কোনো দিন ছইলোক ফিরি পাবার নাও, কিন্তু হত্যাকারীদের কঠিন শাস্তি চাও।’ 

স্থানীয় এক গৃহবধূ বলেন, ‘ওই বাড়িতে লিটন মিয়া ও তাঁর বাবা-মা থাকতেন। ঘটনার পর থেকে তাঁরা সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে।’ 

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবুও সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুরে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বৃষ্টির স্বামীসহ শ্বশুর-শাশুড়ি বাড়ি ছেড়ে পালিয়েছে। তাঁদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ