হোম > অপরাধ > রংপুর

প্রেমিকাকে নিয়ে পালানোর সময় বাধা দেওয়ায় হত্যা, ১৮ বছর পর আসামি গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

রংপুরে দীর্ঘ ১৮ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়াহেদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন র‍্যাব-১৩–এর রংপুর সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। 

ওয়াহেদুল ইসলাম রংপুর মহানগরীর জলছত্র শেখটারী এলাকার বাসিন্দা। 

র‍্যাব জানায়, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর প্রেমিকাকে নিয়ে পালাতে গিয়ে পথে বাধা পান ওয়াহেদুল ইসলাম। পথিমধ্যে মেট্রোপলিটন পরশুরাম থানাধীন গজঘণ্টা ওমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে মইনুল ইসলাম নামে স্থানীয় একজন তাঁদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওয়াহেদুল ও তাঁর সহযোগীরা ওই ব্যক্তিকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মইনুল মারা যান। 

এ ঘটনায় মইনুল ইসলামের বাবা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় ওই বছরের ২৫ ডিসেম্বর হত্যা মামলা করেন। ঘটনার পরপরই ওয়াহেদুল ইসলাম পালিয়ে যান।

২০১৩ সালের ২৯ অক্টোবর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক পলাতক ওয়াহেদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়াহেদুল ইসলাম দীর্ঘ ১৮ বছর বিভিন্ন স্থানে আলাদা পরিচয়ে আত্মগোপনে ছিলেন। তাঁর সন্ধানে র‍্যাব মাঠে নামলে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। গতকাল শনিবার রাতে র‍্যাব-১৩, ব্যাটালিয়ন সদর ও র‍্যাব-১ উত্তরার যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাঠি ও লোহার রড দিয়ে বুকে উপর্যুপরি আঘাত করে মইনুল ইসলামকে হত্যা করা হয় বলে আসামি ওয়াহেদুল ইসলাম স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আজ সকালে আসামিকে মেট্রোপলিটন পরশুরাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ