হোম > অপরাধ > রংপুর

জামায়াত নেতাকে হত্যার সংবাদ শুনে হার্ট অ্যাটাকে সমর্থকের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা মাহবুবার রহমানের মৃত্যুর খবর শুনে তাঁর এক সমর্থক হার্ট অ্যাটাকে মারা গেছেন।

গতকাল রোববার রাতে ওই জামায়াত নেতা খুন হন। কিছুক্ষণ পর সংবাদ শুনে মারা যান তাঁর সমর্থক রফিকুল ইসলাম।

আজ সোমবার বিকেলে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে জাফরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে চেয়ারম্যানের এবং বাহাদুরপুর গ্রামে রফিকুল ইসলামের মরদেহ দাফন করা হয়।

অভিযুক্ত হারুন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

জানাজায় উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ইউএনও রকিবুল হাসান, ওসি মোস্তাফিজার রহমানসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

গতকাল রোববার রাতে উপজেলার পায়রাবন্দ বাজারে হারুন মিয়া নামে এক যুবকের ধারালো অস্ত্রের কোপে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমান নিহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা হারুন মিয়াকে আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনে রাতেই রফিকুল ইসলাম হার্ট অ্যাটাক করে মারা যান। স্থানীয়রা বলছেন, অভিযুক্ত হারুন মিয়া মাদকাসক্ত। তবে চেয়ারম্যানকে হত্যার কারণ এখনো জানা যায়নি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ