দিনাজপুরের ঘোড়াঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম রুবেল মিয়া প্রধান ওরফে উজ্জ্বল (২৭)। তাঁকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার রুবেল উপজেলার কানাগাড়ী এলাকার মৃত গোফফার প্রধানের ছেলে। তাঁর বিরুদ্ধে ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামসহ উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলাটি দায়ের করেন। রুবেলের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১) / ২৬ (১) / ২৮ (১০ / ২৯ (১) / ৩১ (১) / ৩৫ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, 'ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন রুবেল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'