হোম > অপরাধ > রংপুর

না জানিয়ে বিয়ে করায়...

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে না জানিয়ে বিয়ে করায় পদ্ম দাশ (৩৫) নামে এক যুবকের লিঙ্গ কর্তন করেছে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোলা নামের এক বন্ধু। আজ মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় পদ্ম দাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার ছোট শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।  পদ্ম উপজেলার আমলাগাছী হাট এলাকার অনন্ত দাশের ছেলে। 

স্থানীয়রা জানায়, পদ্মর সঙ্গে তৃতীয় লিঙ্গের ভোলার দীর্ঘদিন ধরে বন্ধুত্ব চলে আসছে। বেশ কিছুদিন আগে পদ্ম তাঁর বন্ধু ভোলাকে না জানিয়ে বিয়ে করেন। এতে ভোলা মনে মনে ক্ষুব্ধ হয়ে ওঠেন। 

গতকাল সোমবার রাতে ভোলার নানার বাড়ি ছোট শিমুলতলা গ্রামে পদ্মকে দাওয়াত করেন। এ সময় পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাওয়ানো হয়। কিছুক্ষণ পর পদ্ম অচেতন হলে তাঁর বিশেষ অঙ্গ কর্তন করেন ভোলা। এতে পদ্ম চিৎকার শুরু করলে অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে আজ সকালে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ঘটনার পরই ভোলা বাড়ি থেকে পালিয়েছেন। আহত পদ্ম দাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি বলেও জানান তিনি। 

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ