হোম > অপরাধ > রংপুর

জমি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, থানায় অভিযোগ 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের ঘটনায় সংঘর্ষে আহত শাহ আলম (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সকালে মৃতের বড় ছেলে জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত শাহ আলম উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বাগানবাড়ী গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। 

মৃতের ছেলে জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, গত শুক্রবার ভোরে প্রতিবেশী মানারুল ইসলামদের সঙ্গে বসতভিটার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আমার বাবার মাথা ফেটে যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি। 

মৃতের ছেলে আরও বলেন, আজ সকালে বাবার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মানারুলসহ ৬ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে আসামি করে মামলা করার জন্য এজাহার থানায় জমা দিয়েছি। 

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে জয়নাল বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ