হোম > অপরাধ > রংপুর

খাজনা বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে বদলি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমানকে পাশের কাহারোল উপজেলায় বদলি করা হয়েছে। জোর-জুলুম করে ভূমি মালিকদের কাছ থেকে খাজনা বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে বদলি করা হয়। 

বিরামপুর পৌর এলাকার দেবীপুর ভালুকমারী গ্রামের সামসুদ্দিন সরকার জেলা দুর্নীতি দমন কার্যালয়, জেলা প্রশাসকসহ ৯টি দপ্তরে ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান বিভিন্ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়েন। এ ছাড়া তিনি জোর-জুলুম করে ভূমির মালিকদের কাছ থেকে খাজনা বাবদ অতিরিক্ত টাকা আদায় এবং নিজ এলাকায় স্থানীয় ব্যক্তিদের কুপরামর্শ দিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে পৌর ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অভিযোগের বিষয় খতিয়ে না দেখেই আমাকে দিনাজপুরের কাহারোল উপজেলায় বদলি করা হয়েছে।’ 

তাঁর বিষয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, অভিযোগকারী ও ভূমি সহকারী কর্মকর্তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিনাজপুর জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ