হোম > অপরাধ > রংপুর

খাজনা বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে বদলি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমানকে পাশের কাহারোল উপজেলায় বদলি করা হয়েছে। জোর-জুলুম করে ভূমি মালিকদের কাছ থেকে খাজনা বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে বদলি করা হয়। 

বিরামপুর পৌর এলাকার দেবীপুর ভালুকমারী গ্রামের সামসুদ্দিন সরকার জেলা দুর্নীতি দমন কার্যালয়, জেলা প্রশাসকসহ ৯টি দপ্তরে ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান বিভিন্ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়েন। এ ছাড়া তিনি জোর-জুলুম করে ভূমির মালিকদের কাছ থেকে খাজনা বাবদ অতিরিক্ত টাকা আদায় এবং নিজ এলাকায় স্থানীয় ব্যক্তিদের কুপরামর্শ দিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা ভঙ্গ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে পৌর ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অভিযোগের বিষয় খতিয়ে না দেখেই আমাকে দিনাজপুরের কাহারোল উপজেলায় বদলি করা হয়েছে।’ 

তাঁর বিষয়ে জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, অভিযোগকারী ও ভূমি সহকারী কর্মকর্তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিনাজপুর জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার