হোম > অপরাধ > রংপুর

ডলার প্রতারণার সময় জনতার হাতে আটক পুলিশের এএসআই

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর খানসামায় ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক এএসআইসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার পাকেরহাটে নির্মাণাধীন কইনাডুবি ব্রিজের মোড়ে প্রতারণার সময় তাঁদের আটক করে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। 

জানা গেছে, আটক শাহীন ইসলাম ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে ডলার কিনতে আসেন দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আব্দুল হান্নান। প্রতারণার স্বীকার বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করেন। লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। 

পরে ভুক্তভোগী আব্দুল হান্নান বাদী হয়ে পুলিশের এএসআই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।

এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘পুলিশ সদস্যকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে ভুক্তভোগী আব্দুল হান্নান বাদী হয়ে থানায় মামলা করেছেন। এই প্রতারক চক্রকে ধরতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড