হোম > অপরাধ > রংপুর

ছেলে হত্যার বিচার চেয়ে কাঁদলেন মা-বাবা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ১৩ বছরের কিশোর মো. নিবির শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী। এ সময় বাবা আব্দুস সালাম বাবলু ও মা শিল্পী খাতুন সন্তানের খুনিদের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

গতকাল শুক্রবার শহরের সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সামনের সড়কে এই মানববন্ধন হয়। এতে আব্দুস সালাম অভিযোগ করেন, তাঁর ছেলেকে ধর্ষণ করা হয়েছে। অ্যাসিড নিক্ষেপ করে দুই চোখ ঝলসে দেওয়ার পাশাপাশি হাত ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবেশী দুই কিশোর এ হত্যার সঙ্গে জড়িত। এর সব প্রমাণ পুলিশের কাছে আছে। পুলিশ একজনকে ধরলেও আরেকজনকে ধরছে না।

মা শিল্পী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্তান হারানো মা-বাবাকে যখন রাস্তায় দাঁড়াতে হয়, তার মর্মবেদনা আপনারা অনুভব করবেন। আমরা আর এভাবে কাঁদতে চাই না। সন্তানদের নিরাপত্তা চাই। খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।’

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, নিবির হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়া ও তাঁর ১৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। তারা জেলা কারাগারে আছে। এমনকি আসামিদের বাড়ি থেকে রক্তমাখা বস্তাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাকেও পুলিশ গ্রেপ্তার করবে।

প্রসঙ্গত, জেলা শহরের সালন্দর মাদ্রাসাপাড়ার বাসিন্দা নিবির গত ১৮ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুই দিন পর ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ