হোম > অপরাধ > রংপুর

ছেলে হত্যার বিচার চেয়ে কাঁদলেন মা-বাবা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ১৩ বছরের কিশোর মো. নিবির শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী। এ সময় বাবা আব্দুস সালাম বাবলু ও মা শিল্পী খাতুন সন্তানের খুনিদের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

গতকাল শুক্রবার শহরের সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সামনের সড়কে এই মানববন্ধন হয়। এতে আব্দুস সালাম অভিযোগ করেন, তাঁর ছেলেকে ধর্ষণ করা হয়েছে। অ্যাসিড নিক্ষেপ করে দুই চোখ ঝলসে দেওয়ার পাশাপাশি হাত ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবেশী দুই কিশোর এ হত্যার সঙ্গে জড়িত। এর সব প্রমাণ পুলিশের কাছে আছে। পুলিশ একজনকে ধরলেও আরেকজনকে ধরছে না।

মা শিল্পী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্তান হারানো মা-বাবাকে যখন রাস্তায় দাঁড়াতে হয়, তার মর্মবেদনা আপনারা অনুভব করবেন। আমরা আর এভাবে কাঁদতে চাই না। সন্তানদের নিরাপত্তা চাই। খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।’

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, নিবির হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়া ও তাঁর ১৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। তারা জেলা কারাগারে আছে। এমনকি আসামিদের বাড়ি থেকে রক্তমাখা বস্তাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাকেও পুলিশ গ্রেপ্তার করবে।

প্রসঙ্গত, জেলা শহরের সালন্দর মাদ্রাসাপাড়ার বাসিন্দা নিবির গত ১৮ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুই দিন পর ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ