হোম > অপরাধ > রংপুর

সৌদি আরবফেরত স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলায় সৌদি আরবফেরত স্ত্রীকে নলকূপের হাতল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রেজিয়া বেগম (৪০)। তিনি ওই এলাকার জাহাঙ্গীর আলমের (৪৮) স্ত্রী। তাঁদের চার সন্তান রয়েছে। দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন রেজিয়া। এ ঘটনায় রাতেই পুলিশ তাঁর স্বামী কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে আটক করেছে।

রেজিয়ার মা জয়গুন বেগম জানান, ছয় মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন তাঁর মেয়ে রেজিয়া। আবারও সেখানে যাওয়ার জন্য কাগজপত্র ঠিক করছেন তিনি। কিন্তু স্বামী জাহাঙ্গীর আলম তাঁকে বিদেশে যেতে নিষেধ করেন। এ নিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর আলম নলকূপের হাতল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এরপর রেজিয়া মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে পীরগাছা হাসপাতালে আনেন। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান রেজিয়া।

এদিকে পুলিশ জানায়, ঘটনার পর জাহাঙ্গীর আলমের প্রেশার বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকেও পীরগাছা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। বর্তমানে পুলিশি পাহারায় সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। আটক স্বামী পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ