হোম > অপরাধ > রংপুর

ফুলবাড়ীতে মোবাইলের দোকান থেকে আড়াই লাখ টাকার মালামাল চুরি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইলের দোকানের টিন কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের নিমতলা মোড়ে সোহেল টেলিকম নামে একটি মোবাইলের দোকানে এ চুরির ঘটনা ঘটে। 

দোকানের মালিক নুর আলম বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। এরপর আজ বুধবার সকালে দোকাল খুলে দেখি ছাদের সিলিং খোলা এবং টিন কাটা অবস্থায় রয়েছে। সেখানে একটি দড়ি ঝোলানো ছিল। দোকান থেকে স্মার্ট মোবাইলসহ আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। 

মার্কেট মালিক মোতালেব হোসেন বলেন, এ নিয়ে এই মার্কেটে চারবার চুরির ঘটনা ঘটল। এর আগে পাশের দোকানে চুরির ঘটনায় প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। 

পৌর কাউন্সিলর মমতাজুর রহমান পারভেজ ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। 

বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি শুনে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ