হোম > অপরাধ > রংপুর

ফুলবাড়ীতে মোবাইলের দোকান থেকে আড়াই লাখ টাকার মালামাল চুরি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইলের দোকানের টিন কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের নিমতলা মোড়ে সোহেল টেলিকম নামে একটি মোবাইলের দোকানে এ চুরির ঘটনা ঘটে। 

দোকানের মালিক নুর আলম বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। এরপর আজ বুধবার সকালে দোকাল খুলে দেখি ছাদের সিলিং খোলা এবং টিন কাটা অবস্থায় রয়েছে। সেখানে একটি দড়ি ঝোলানো ছিল। দোকান থেকে স্মার্ট মোবাইলসহ আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। 

মার্কেট মালিক মোতালেব হোসেন বলেন, এ নিয়ে এই মার্কেটে চারবার চুরির ঘটনা ঘটল। এর আগে পাশের দোকানে চুরির ঘটনায় প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। 

পৌর কাউন্সিলর মমতাজুর রহমান পারভেজ ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের চরম ক্ষতির সম্মুখীন হতে হবে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। 

বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি শুনে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ