হোম > অপরাধ > রংপুর

কুড়িগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলতাফ হোসেন ফিরোজ (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীর কুটি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আলতাফ হোসেন ফিরোজ ওই গ্রামের মল্লুক চানের ছেলে। স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত কারণে ফিরোজকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফিরোজ বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীর কুটি গ্রামের মুদিদোকানি। শনিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে একটি বাঁশবাগানের কাছে এলে দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মারধর করে। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাঁকে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তিনি মারা যান। পরে কচাকাটা থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ও জুলমাত আলী জানান, রাতে মানুষের চিৎকার শুনে দৌড়ে গিয়ে জানতে পারেন দুর্বৃত্তরা ফিরোজকে কুপিয়ে মেরে ফেলেছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। 

নিহতের বড় ভাই সাদ্দাম হোসেনের স্ত্রী জেসমিন আক্তার বলেন, ‘ফিরোজ খুব সহজ-সরল ছেলে ছিল। যারা ফিরোজকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই।’ 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘আলতাফ হোসেন ফিরোজের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার কাজ চলছে।’ 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড