হোম > অপরাধ > রংপুর

কিশোরগঞ্জে ছোট ভাইকে হত্যার অভিযোগে আটক যুবক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই মেহেদি হাসানকে (২৮) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে রণচণ্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আওকাত হোসেন জুয়েল (১৭)। সে ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং রণচণ্ডডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। 

এদিকে ঘটনার পরে অভিযুক্ত বড় ভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশের পাহারায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, বড় ভাইয়ের মানসিক সমস্যা ছিল। তিনি মাঝেমধ্যে বাড়িতে সবার সঙ্গে ঝামেলা করতেন। গতকাল রাতে তিনি ছোট ভাইয়ের সঙ্গে ঘুমাতে যান। পরে ভোরবেলা তাঁর মা নামাজ পড়তে উঠে ছেলের ঘর থেকে শব্দ শুনতে পেয়ে ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। ঘটনার পরে অভিযুক্ত বড় ভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ড বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বড় ভাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করা হবে। থানায় এখনো মামলা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ