হোম > অপরাধ > রংপুর

ঠাকুরগাঁওয়ে ৪ সাংবাদিকদের ওপর ‍হামলার প্রতিবাদে সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। গতকাল শনিবার রাতে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকেরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক। এটা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে। সাংবাদিকেরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। কিন্তু বিভিন্ন সময় তাঁদের নানাভাবে হয়রানি, নির্যাতন, এমনকি হত্যাকাণ্ডের শিকার হতে হয়। যেটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। সাংবাদিক তানভীর হাসান তানুসহ ৪ সাংবাদিকের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে নামা হবে। 

ঠাকুরগাঁওয়ের চৌরাস্তায় প্রেসক্লাবের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন-প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টু, গোলাম সারোয়ার, জাকির মোস্তাফিজ মিলু, আসাদুজ্জামান শামীম প্রমুখ। 

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে গতকাল সেনুয়া ইউনিয়নের মণ্ডলপাড়ায় একই স্থানে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মতিউর রহমানের কর্মসূচি ছিল।  এ নিয়ে উভয় প্রার্থী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

সহিংসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার হিমেলসহ ৪ জন সংবাদকর্মী। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ