হোম > অপরাধ > রংপুর

ট্রেনযাত্রীকে পিটিয়ে ৪৭ হাজার টাকা ছিনতাই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে আকাশ রহমান (৩২) নামে এক ট্রেনযাত্রীকে পিটিয়ে আহত করে ৪৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে এক ইজিবাইক চালক। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত আকাশ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন আকাশ তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নওগাঁর রানীনগর থেকে ট্রেনে করে নিজ বাড়িতে ফিরছিলেন। সৈয়দপুর স্টেশনের পশ্চিমপাশে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে এক ইজিবাইকচালক আকাশকে জোর করে নিজের ইজিবাইকে তোলেন। কিন্তু ভাড়া বেশি চাওয়ায় তিনি ইজিবাইকটি থেকে নেমে অন্য ইজিবাইকে যেতে চাইলে ওই চালক তাঁকে বাধা দেন। নামতে হলে ১০০ টাকা দাবি করেন চালক। এতে আকাশের সঙ্গে ইজিবাইক চালকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ওই চালক রেললাইনের পাথর দিয়ে তাঁর মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি আঘাত করে। এতে আকাশের মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে। এ সময় তাঁর কাছে থাকা ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেন ওই চালক। পরে অবস্থা বেগতিক দেখে চালক ইজিবাইক রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে।

জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখনো এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ