হোম > অপরাধ > রংপুর

বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম, প্রতিবাদে সড়ক অবরোধ 

প্রতিনিধি, রংপুর 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন এ বিক্ষোভ করা হয়। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ও শুক্রবার ভোরে পৃথক ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় তাঁদের কুপিয়ে জখম করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিক্ষার্থী পরাগ মাহমুদের অবস্থার অবনতি হলে আজ দুপুরে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। 

স্থানীয়রা বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ বিকেলে পার্কের মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। 

অবরোধকালে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাসহ শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে নিরাপদভাবে কোথাও চলাচল করা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইজার আলী বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ