হোম > অপরাধ > রংপুর

বেরোবির শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম, প্রতিবাদে সড়ক অবরোধ 

প্রতিনিধি, রংপুর 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন এ বিক্ষোভ করা হয়। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ও শুক্রবার ভোরে পৃথক ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় তাঁদের কুপিয়ে জখম করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিক্ষার্থী পরাগ মাহমুদের অবস্থার অবনতি হলে আজ দুপুরে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। 

স্থানীয়রা বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ বিকেলে পার্কের মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। 

অবরোধকালে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাসহ শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে নিরাপদভাবে কোথাও চলাচল করা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইজার আলী বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস