হোম > অপরাধ > রংপুর

ধান কেটে না দেওয়ায় শ্রমিকের মাকে মারধরের অভিযোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় কম পারিশ্রমিকে ধান কেটে না দেওয়ায় শ্রমিকের বৃদ্ধা মা ময়না বেগমকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে ডিমলা থানায় লিখিত অভিযোগ করেন। 

ভুক্তভোগী ময়না বেগম উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের বাসিন্দা মহিকুল ইসলামের মা। মহিকুল ইসলাম একজন দিনমজুর। 

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফার ছেলে মাসুদ রানা ও মুশফিকুর রহমান তাঁদের জমিতে মহিকুল ইসলামকে দিয়ে কম পারিশ্রমিকে ধান কেটে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় ধান কেটে দিতে অপারগতা জানান মহিকুল। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে মারধরের জন্য মহিকুলকে খুঁজতে থাকেন। একপর্যায়ে গতকাল বিকেলে তাঁরা মহিকুলকে না পেয়ে তাঁর মাকে মারধর করেন। এ সময় বৃদ্ধা ময়না বেগম চিৎকার করলে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। 

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ