হোম > অপরাধ > রংপুর

বটগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের হারাগাছে বিষ্ণুচন্দ্র বর্মণ বিষু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। বৃহস্পতিবার গভীর রাতে হারাগাছ থানার রাম গোবিন্দ গ্রামের শ্মশান এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বিষু রাম গোবিন্দ গ্রামের সুশীল চন্দ্র বর্মণের ছেলে। 

হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত জানান, বিষ্ণু চন্দ্র বর্মণ বিষু একজন মানসিক রোগী। এর আগেও সে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষু বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাত সাড়ে ১১টার দিকে রাম গোবিন্দ শ্মশান এলাকার বটগাছে গলায় ফাঁস দেওয়া ও উলঙ্গ অবস্থায় বিষ্ণু চন্দ্র বর্মণকে ঝুলতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বটগাছ থেকে বিষুর ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। 
 
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান, রাতেই ওই যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। এ ব্যাপারে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় হারাগাছ থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড