হোম > অপরাধ > রংপুর

বটগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের হারাগাছে বিষ্ণুচন্দ্র বর্মণ বিষু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। বৃহস্পতিবার গভীর রাতে হারাগাছ থানার রাম গোবিন্দ গ্রামের শ্মশান এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বিষু রাম গোবিন্দ গ্রামের সুশীল চন্দ্র বর্মণের ছেলে। 

হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত জানান, বিষ্ণু চন্দ্র বর্মণ বিষু একজন মানসিক রোগী। এর আগেও সে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষু বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাত সাড়ে ১১টার দিকে রাম গোবিন্দ শ্মশান এলাকার বটগাছে গলায় ফাঁস দেওয়া ও উলঙ্গ অবস্থায় বিষ্ণু চন্দ্র বর্মণকে ঝুলতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দিলে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বটগাছ থেকে বিষুর ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। 
 
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান, রাতেই ওই যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। এ ব্যাপারে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় হারাগাছ থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ