হোম > অপরাধ > রংপুর

ছেলের অপরাধের লজ্জায় বাবার আত্মহত্যা

প্রতিনিধি, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলে অপরাধ করে জনতার হাতে ধরা পড়ায় লোকলজ্জার ভয়ে সোনাউল্লাহ মিয়া নামের এক ব্যক্তি ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সোনাউল্লাহ মিয়ার ছেলে রুবেল (১৭) অপর দুই সহযোগী আশিক (১৮) ও সুমন (১৮) গত শুক্রবার (৬ আগস্ট) রাতে গনাইরকুটি গ্রামের আব্দুল লতিফের একটি সাইকেল চুরি করে। পরে গতকাল রোববার দুপুরে চুরি করা সাইকেল বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হলে চুরির বিষয়টি প্রকাশ পায়। বিষয়টি জানাজানি হলে পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজ পাড় বাজারের লোকজন রুবেলকে আটক করে। পরে স্থানীয়দের জেরার মুখে ওই এলাকার নির্মাণাধীন একটি ব্রিজের কাজে ব্যবহৃত দুটি চায়না ব্যাটারি ও একটি মর্টার চুরির দায় স্বীকার করলে স্থানীয়রা তাঁকে পুলিশে দেয়। এদিকে ছেলের চুরির ঘটনা জানতে পেরে ওই দিন রাতেই বিষ পান করেন সোনাউল্লাহ মিয়া। 

ইউপি সদস্য সোলায়মান আলী জানান, চুরির অভিযোগে ছেলেকে পুলিশে দেওয়ায় লোকলজ্জার ভয়ে রুবেলের বাবা সোনাউল্লাহ ওই দিন রাত ৭টার দিকে ইঁদুর মারা বিষ পান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। আজ সোমবার সকাল এগারোটার দিকে তাঁকে দাফন করা হয়। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, জনগণ রুবেলকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। সে অপ্রাপ্ত বয়স্ক। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। সোনাউল্লাহর মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার