হোম > অপরাধ > রংপুর

বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন সাবেক উপসচিব 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে হতদরিদ্র পরিবারের ১৩ বছর বয়সের এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের মামলায় সাবেক উপসচিব জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদারকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়া ওই গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে। তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাড়ির পাশে আসামি জয়নাল আবেদীন ওরফে লাল মিয়ার একটি মৎস্য খামার আছে। খামার দেখাশোনার জন্য খামারের পূর্ব পাশে একটি ঘর নির্মাণ করেন তিনি। সেই সুবাদে ভুক্তভোগীর বাড়িতে প্রায় আসা যাওয়া করতেন লাল মিয়া। এতে সুযোগ বুঝে বিভিন্ন সময় ওই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন। কিছুদিন থেকে তার শারীরিক পরিবর্তন দেখা যায়। এতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হলে ওই মেয়েকে গত গতকাল রোববার (৭ আগস্ট) চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে আলট্রাসনোগ্রাফি করায়। আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ওই বুদ্ধিপ্রতিবন্ধী ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা দেখা যায়। এ ঘটনায় ওই বুদ্ধিপ্রতিবন্ধীর বাবা পরেশ চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম বলেন, ধর্ষণের সুস্পষ্ট তথ্য প্রমাণ থাকায় আসামি জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার