হোম > অপরাধ > রংপুর

রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

প্রতিনিধি, কাউনিয়া

রংপুরের কাউনিয়া থেকে অপহরণ হওয়া সপ্তম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে ঢাকার গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ইন্সপেক্টর (তদন্ত) শওকত আলী সরকার আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২২ জুন থেকে নিখোঁজ ছিলেন ওই ছাত্রী ও রশিদ। এ ঘটনায় শুক্রবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে আব্দুর রশিদকে গ্রেপ্তারসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

মামলার এজাহারের বলা হয়, 'গত ২২ জুলাই বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রী ঘর থেকে বাইরে এলে আগে থেকে ওত পেতে থাকা বখাটে আব্দুর রশিদ তাকে অপহরণ করে। মেয়েকে ঘরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর মেয়ের বাবা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, আব্দুর রশিদ তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে।'

পুলিশ জানায়, আব্দুর রশিদ পেশায় রাজমিস্ত্রি। কাউনিয়া উপজেলার ইউনিয়নের বাহাগিলী গ্রামের আফতাব হোসেনের ছেলে। ওই মেয়েটির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক হয় বলে জানা গেছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত