হোম > অপরাধ > রংপুর

স্কুল কামাই করে মারামারি করলেন প্রধান শিক্ষক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

স্কুল কামাই করে জমি দখলের সংঘর্ষে অংশ নিলেন এক শিক্ষক। পঞ্চগড়ের বোদা উপজেলার সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার দুপুরে কালিয়াগঞ্জ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে চার জন গুরুতর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কিসমতপুর বাহাদুর নারায়নী মৌজায় ২২ নং খতিয়ানের ১৯৯৩ দাগের ৩৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন ইউনুস আলীরা। ২০২০ সালে হঠাৎ করেই কালিয়াগঞ্জ এলাকার মৃত রহিমউদ্দিনের ছেলে আজিজার রহমান ও তাঁর পরিবার ওই জমির মালিকানা দাবি করেন। তাঁরা জোটবদ্ধভাবে চাষাবাদ করতে বাধা দেন। ইউনুস আলীর ভাই তছলিম উদ্দিন বাদী হয়ে পঞ্চগড় সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। গত ২১ নভেম্বর আদালত মামলার রায় দেন। 

রায়ে ওই জমির প্রকৃত মালিক হিসেবে ইউনুস আলী ও তাঁর ভাইদের ঘোষণা করা হয়। রায়ের পরিপ্রেক্ষিতে তাঁরা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া শুরু করেন। এ সময় প্রতিপক্ষ স্কুল শিক্ষক আজিজার রহমানের নেতৃত্বে ২০ / ৩০ জন লাঠিয়াল বাহিনী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় চার জন আহত হয়ে মাটিতে পড়ে থাকেন। পরে তাঁদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

সুভা সুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবিবর রহমান বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান আজ সকালে স্কুলে এসে আবার চলে যান। দুপুরে আরেকবার এসে আবার চলে যান। কোথায় গিয়েছেন তা আমরা জানি না।’ 

এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে আজিজার রহমান কোনো মন্তব্য করেননি। 

বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার