হোম > অপরাধ > রংপুর

ছাগল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অভিযোগে আরিফ ও সৌরভ নামে দুই কিশোরকে গাছে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে পুলিশ বলছে, ঘটনাটি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকের জিম্মার দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নাজমুল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাজমুল প্রাথমিকভাবে দায় স্বীকার করেছেন। 

নির্যাতিত আরিফ ও সৌরভ জানায়, সকাল ১১টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে হিলি মোল্লা বাজারে ঘুরতে যায়। রাস্তার পাশে বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ে। বসার জায়গার কাছে একটি ছাগল ছিল, তারা ছাগলটিকে গাছের পাতা খাওয়াচ্ছিল। পরে বাইক নিয়ে হিলিতে আসার পথে তাদের আটক করা হয়। আটকের পর স্থানীয় কয়েকজন যুবক অভিযোগ করেন, তাঁরা ছাগল চুরি করে পালাচ্ছিল। এরপর তাদের আম গাছের সঙ্গে ঝুলিয়ে পেটানো হয়। 

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগ নিয়ে এরই মধ্যে অভিযান চালিয়েছে। অভিযানে সন্ধ্যায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ