হোম > অপরাধ > রংপুর

ছাগল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অভিযোগে আরিফ ও সৌরভ নামে দুই কিশোরকে গাছে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে পুলিশ বলছে, ঘটনাটি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকের জিম্মার দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নাজমুল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাজমুল প্রাথমিকভাবে দায় স্বীকার করেছেন। 

নির্যাতিত আরিফ ও সৌরভ জানায়, সকাল ১১টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে হিলি মোল্লা বাজারে ঘুরতে যায়। রাস্তার পাশে বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ে। বসার জায়গার কাছে একটি ছাগল ছিল, তারা ছাগলটিকে গাছের পাতা খাওয়াচ্ছিল। পরে বাইক নিয়ে হিলিতে আসার পথে তাদের আটক করা হয়। আটকের পর স্থানীয় কয়েকজন যুবক অভিযোগ করেন, তাঁরা ছাগল চুরি করে পালাচ্ছিল। এরপর তাদের আম গাছের সঙ্গে ঝুলিয়ে পেটানো হয়। 

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগ নিয়ে এরই মধ্যে অভিযান চালিয়েছে। অভিযানে সন্ধ্যায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড