হোম > অপরাধ > রংপুর

ছাগল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অভিযোগে আরিফ ও সৌরভ নামে দুই কিশোরকে গাছে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে পুলিশ বলছে, ঘটনাটি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকের জিম্মার দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নাজমুল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাজমুল প্রাথমিকভাবে দায় স্বীকার করেছেন। 

নির্যাতিত আরিফ ও সৌরভ জানায়, সকাল ১১টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে হিলি মোল্লা বাজারে ঘুরতে যায়। রাস্তার পাশে বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ে। বসার জায়গার কাছে একটি ছাগল ছিল, তারা ছাগলটিকে গাছের পাতা খাওয়াচ্ছিল। পরে বাইক নিয়ে হিলিতে আসার পথে তাদের আটক করা হয়। আটকের পর স্থানীয় কয়েকজন যুবক অভিযোগ করেন, তাঁরা ছাগল চুরি করে পালাচ্ছিল। এরপর তাদের আম গাছের সঙ্গে ঝুলিয়ে পেটানো হয়। 

হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগ নিয়ে এরই মধ্যে অভিযান চালিয়েছে। অভিযানে সন্ধ্যায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ