হোম > অপরাধ > রংপুর

নীলফামারীতে যুবককে কুপিয়ে হত্যা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ভবেশ চন্দ্র রায় (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়। 

এর আগে গত রোববার রাত ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবেশ চন্দ্র রায় ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভবেশ চন্দ্র রায় ওই ইউনিয়নের ডিয়াবাড়ি বাজারে তাঁর বাবার সঙ্গে মিষ্টির দোকানে কাজ করতেন। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ১১টার দিকে তার বাড়ির কাছে মিনাল চন্দ্র রায়ের বাড়ির সামনে আসে। এ সময় পেছন থেকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কে বা কারা এলোপাতাড়ি কোপায়। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হামিদুল হক বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ