হোম > অপরাধ > রংপুর

ফুলবাড়ীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের এক নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। গতকাল বুধবার বিকেলে ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতেই তাঁদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত নেতার নাম লোকমান হোসেন (২৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত অপর আসামির নাম মামুন পোদ্দার (২২)। তিনি একই গ্রামের আফজাল হোসেনের ছেলে। 

অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকেলে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লোকমান হোসেন ও মামুনকে আটক করে রংপুর র‍্যাব। এ সময় তাঁদের তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা জব্দ করে র‍্যাব। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। 

এ বিষয়ে জানতে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক হোসেন তমাল ও সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন হ্যাভেন উভয়ের মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। 

এ নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘লোকমান গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানার পর তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

ওসি ফজলুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। 

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ