হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাট হাতীবান্ধায উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায় ১০০ পিচ ইয়াবাসহ মিজানুর রহমান নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সহযোগী সাজু মিয়া নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানার এসআই সুকুমার রায়।
এর আগে গত রোববার রাতে হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন পুলিশ।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উপজেলার গোতামারী ঘুটিয়া মঙ্গল গ্রামের সাবেদ আলীর ছেলে।
এ ছাড়া সে গোতামারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগের সদস্য। আর সাজু মিয়া একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
জানা গেছে, হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকায় মাদক নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
পরে মিজানুর ও সাজুকে সন্দেহ করে আটক করে শরীর তল্লাশি করলে ১০০ পিচ ভারতীয় ইয়াবা পাওয়া যায়। পরে তাঁদের দুজনকেই আটক করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার এসআই সুকুমার রায় জানান, আটককৃতদের নামে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাঁদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।