হোম > অপরাধ > রংপুর

গোবিন্দগঞ্জে এসিল্যান্ড হত্যার ৮ বছরেও শুরু হয়নি বিচারকার্য 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের ৮ বছরেও শুরু হয়নি বিচার কার্যক্রম। নারাজি শুনানির পর আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এদিকে, দীর্ঘদিনেও বিচারকার্য শুরু না হওয়ায় ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন নিহতের পরিবার। 

মামলার বাদী ফাদার স্যামসন মার্ডি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনে-দুপুরে একজন সরকারি কর্মকর্তাকে (এসিল্যান্ড) পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বেশ কিছু ক্লু আদালতে আমরা উপস্থাপন করেছি। কিন্তু তদন্তের নামে শুধু কালক্ষেপণ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের জুডিশিয়াল তদন্ত চাওয়া হয়েছিল। তা না করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। আগের মতো পিবিআইও একই তদন্ত রিপোর্ট আদালতে দিয়েছেন। রিপোর্টের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। ফলে বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করছেন নিহতের পরিবার। 

এর আগে পিবিআইয়ের ন্যায় একইভাবে পুলিশও তদন্ত রিপোর্ট দাখিল করেছিলেন আদালতে। 

গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মিজানুর রহমান বলেন, এ মামলার শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা আছে। নারাজি করার কারণে আদালত তা আমলে নিয়ে তদন্ত দিয়েছিলেন। এ জন্য বিচারকার্য শুরু হতে দেরি হচ্ছে। 

আজ অবিদীয় মার্ডির অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। 

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ জানুয়ারি অবিদীয় মার্ডি নিজ বাড়ি নওগাঁর ধামুইরহাট থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম আখ খামারের কাটা-ফাসিতলা সড়কের মাঝামাঝি পৌঁছালে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে আখ খামারের ভেতরে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। 

গত ২০১৯ সালের ৮ এপ্রিল সাবেক এমপি আবুল কালাম আজাদ, গাইবান্ধার তৎকালীন সহকারী পুলিশ সুপার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ১৩ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের বড়ভাই ফাদার স্যামসন মার্ডি। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ