হোম > অপরাধ > রংপুর

উৎসবের আমেজ নেই খানসামার সেই কুমারপাড়ায়

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

সারা দেশে ঢাকঢোল আর বর্ণিল আলোকসজ্জায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন চলছে। কিন্তু দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া কুমারপাড়া মণ্ডপের ভক্তবৃন্দের মধ্যে নেই উৎসবের আমেজ।

আজ রোববার সকালে ওই মণ্ডপে গিয়ে দেখা যায়, মন্দিরে টাঙানো আছে কালো পতাকা আর চারদিকে সুনসান নীরবতা। এলাকাবাসীর মধ্যে নেই পূজার আনন্দ। সবাই গত ২৯ জুলাই ধর্ষণের পর হত্যা হওয়া ইপিজেড কর্মীর মৃত্যুর শোকে শোকাহত। অন্যদিনের মতোই সবাই স্বাভাবিক কাজ করছে। তবে মণ্ডপে শুধু কলাগাছ দিয়ে থানপূজা পালন করছেন ওই মণ্ডপের ভক্তবৃন্দ।

জানা যায়, ৩৫-৪০ বছর থেকে এই মণ্ডপে পূজা উদ্‌যাপন করে প্রায় ১৩০টি পরিবার। এর মধ্যে এবারই এ ঘটনার কারণে দুর্গাপূজা পালন করছে না তারা। 

নৃপেন্দ্রনাথ রায় নামে ওই মণ্ডপ কমিটির এক সদস্য বলেন, ‘এই ধর্ষণ ও হত্যার রহস্য উন্মোচিত না হওয়ার প্রতিবাদেই ষষ্ঠী থেকে কালো পতাকা উত্তোলন করে পূজা বর্জন করা হয়েছে। আমরা দ্রুত এর সুষ্ঠু বিচার চাই। অন্যথায় এই মণ্ডপে ধর্মীয় উৎসব পালন করব না আমরা।’ 

নিহতের বাবা বলেন, ‘দুই মাসেও আমার মেয়েকে ধর্ষণ ও হত্যার কোনো বিচার পাইনি। এতে আমরা হতাশ। দ্রুত এই হত্যার সঠিক বিচার কামনা করে প্রধানমন্ত্রীসহ সবার সুদৃষ্টি প্রয়োজন।’ 

উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বলরাম রায় বলেন, ‘অপ্রত্যাশিত এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে আমরাও মর্মাহত। দ্রুত সময়ে এই হত্যার রহস্য উন্মোচন করতে সবার দৃষ্টি আকর্ষণ করছি।’ 

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিবস্ত্র অবস্থায় এক ইপিজেড কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। এখন মামলাটি পিবিআই তদন্ত করছে।

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার