হোম > অপরাধ > রংপুর

উৎসবের আমেজ নেই খানসামার সেই কুমারপাড়ায়

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

সারা দেশে ঢাকঢোল আর বর্ণিল আলোকসজ্জায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন চলছে। কিন্তু দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া কুমারপাড়া মণ্ডপের ভক্তবৃন্দের মধ্যে নেই উৎসবের আমেজ।

আজ রোববার সকালে ওই মণ্ডপে গিয়ে দেখা যায়, মন্দিরে টাঙানো আছে কালো পতাকা আর চারদিকে সুনসান নীরবতা। এলাকাবাসীর মধ্যে নেই পূজার আনন্দ। সবাই গত ২৯ জুলাই ধর্ষণের পর হত্যা হওয়া ইপিজেড কর্মীর মৃত্যুর শোকে শোকাহত। অন্যদিনের মতোই সবাই স্বাভাবিক কাজ করছে। তবে মণ্ডপে শুধু কলাগাছ দিয়ে থানপূজা পালন করছেন ওই মণ্ডপের ভক্তবৃন্দ।

জানা যায়, ৩৫-৪০ বছর থেকে এই মণ্ডপে পূজা উদ্‌যাপন করে প্রায় ১৩০টি পরিবার। এর মধ্যে এবারই এ ঘটনার কারণে দুর্গাপূজা পালন করছে না তারা। 

নৃপেন্দ্রনাথ রায় নামে ওই মণ্ডপ কমিটির এক সদস্য বলেন, ‘এই ধর্ষণ ও হত্যার রহস্য উন্মোচিত না হওয়ার প্রতিবাদেই ষষ্ঠী থেকে কালো পতাকা উত্তোলন করে পূজা বর্জন করা হয়েছে। আমরা দ্রুত এর সুষ্ঠু বিচার চাই। অন্যথায় এই মণ্ডপে ধর্মীয় উৎসব পালন করব না আমরা।’ 

নিহতের বাবা বলেন, ‘দুই মাসেও আমার মেয়েকে ধর্ষণ ও হত্যার কোনো বিচার পাইনি। এতে আমরা হতাশ। দ্রুত এই হত্যার সঠিক বিচার কামনা করে প্রধানমন্ত্রীসহ সবার সুদৃষ্টি প্রয়োজন।’ 

উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বলরাম রায় বলেন, ‘অপ্রত্যাশিত এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে আমরাও মর্মাহত। দ্রুত সময়ে এই হত্যার রহস্য উন্মোচন করতে সবার দৃষ্টি আকর্ষণ করছি।’ 

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিবস্ত্র অবস্থায় এক ইপিজেড কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। এখন মামলাটি পিবিআই তদন্ত করছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ