হোম > অপরাধ > রংপুর

পার্বতীপুরে রেলওয়ের যন্ত্রাংশ চুরির সময় যুবক গ্রেপ্তার 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের যন্ত্রাংশ চুরির সময় আশাদুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন ইয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আশাদুল ইসলাম পৌর শহরের বাবুপাড়া মহল্লার আবু সুফিয়ানের ছেলে। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের পরিদর্শক (ইনচার্জ) আহসান হাবীব জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার পলাশ কুমার সরকারের নেতৃত্বে আনসার কাজুলুদ্দিন, হারুনুর রশিদসহ কয়েকজন সদস্য ইয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রেলওয়ের যন্ত্রাংশ চুরি করছিলেন আশাদুল নামে ওই যুবক। ঘটনার সময় সাত ফিট লম্বা একটি রেললাইন, একটি চেয়ার প্লেট, দুটি ব্রেক ব্লক ও দুটি ডক পিনসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

 
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ওই যুবকের বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ