হোম > অপরাধ > রংপুর

অস্ত্রের মুখে অপহৃত কলেজছাত্রী ৩ দিন পর উদ্ধার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে কলেজছাত্রীকে (১৬) অপহরণের তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাগদাহ এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। মেয়েটি গোবিন্দগঞ্জ শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, মেয়েটিকে উদ্ধারের পর গাইবান্ধা আধুনিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মেয়েটি সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন। এর মধ্যে যমুনা পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিকুল (২৪) ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি এলাকার আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেনসহ (২৫) আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

অপহৃত ছাত্রীর স্বজনেরা জানান, গত শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় কলেজে যাচ্ছিলেন। পথে কাটামোড়ে পৌঁছালে ৩-৪ জন সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় তারা।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার