হোম > অপরাধ > রংপুর

বদলির খবরে বদরগঞ্জের সেই সার্ভেয়ারকে ১০ ঘণ্টা অবরুদ্ধ

আশরাফুল আলম আপন, বদরগঞ্জ

রংপুরের বদরগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সেই সার্ভেয়ার সাবিনা ইয়াছমিনকে কাউনিয়ায় বদলি করা হয়েছে। তাঁর বদলির খবর শুনে গতকাল সোমবার ঘুষের টাকা ফেরতের দাবিতে তাঁকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিসে অবরুদ্ধ করে রাখেন অর্ধশতাধিক সেবাগ্রহীতা।

পরে খবর পেয়ে ওই কার্যালয়ে যান দায়িত্বপ্রাপ্ত গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। তিনি ওই দিন রাত ৮টার দিকে উপস্থিত লোকজনের বক্তব্য শোনেন। এরপর এসি (ল্যান্ড) তাঁদের উদ্দেশে বলেন, পাওনা পরিশোধ না করা পর্যন্ত সার্ভেয়ারকে আপাতত এখানেই রাখা হবে। এমন আশ্বাসে লোকজন শান্ত হন। পরে সার্ভেয়ারকে তাঁর গাড়িতে তুলে নিয়ে অফিস ত্যাগ করেন এসি (ল্যান্ড)।

সার্ভেয়ারের ঘুষ দুর্নীতি নিয়ে গত ২৫ জানুয়ারি, ২ ও ২৩ মার্চ আজকের পত্রিকায় তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে তদন্তে নামেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ। সার্ভেয়ার সাবিনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে ইউএনও চলতি মাসের প্রথম দিকে জেলা প্রশাসক কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন।

এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে তাঁকে কাউনিয়া উপজেলায় বদলি করা হয়। তাঁর এই বদলির খবর শুনে গত সোমবার সকাল থেকে রাত পর্যন্ত সার্ভেয়ারের কার্যালয়ে অর্ধশতাধিক সেবাগ্রহীতা ঘুষের টাকা ফেরতের জন্য অবস্থান নেন।

মিরাপাড়া গ্রামের গৃহবধূ সাবিনা ইয়াছমিন বলেন, ‘জমির সীমানা মেপে দেওয়ার কথা বলে দুই বছর আগে ৪৫ হাজার টাকা ঘুষ নেন সার্ভেয়ার সাবিনা। পরে তিনি কাজ করে দিতে পারেননি। তখন থেকে ঘুরতে ঘুরতে দুইবারে ৭ হাজার টাকা ফেরত পেয়েছি।’

কালুপাড়ার মধ্যপাড়া গ্রামের সামছুল হক বলেন, ‘জমি খারিজের জন্য ৫ হাজার টাকা ঘুষ নেন। কাজ করে দিতে পারেননি। টাকাও ফেরত দেননি। সাবিনার বদলির খবর শুনে এখানে এসেছি।’

লোহানীপাড়া মুসলমারী তেলিপাড়া গ্রামের কাশমিরা বেগমকে জমি বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে সার্ভেয়ার ৪৭ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু জমি বন্দোবস্ত করে দিতে পারেননি। তাঁর টাকাও ফেরত দেননি। সার্ভেয়ারের বদলির খবর শুনে কাশমিরা বেগম গতকাল সোমবার ছুটে আসেন উপজেলা ভূমি অফিসে। সার্ভেয়ারের কার্যালয়ে ঢুকেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

শংকরপুর ফয়জার পাড়া গ্রামের ইবনে ফারুক বলেন, ‘দোকান বরাদ্দ ও জামানতসহ নগদ ১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা নিয়েছেন সাবিনা। তিনি এক বছর ধরে ঘুরাচ্ছেন। দোকান বরাদ্দের কোনো কাজকর্মই করেননি তিনি।’

এ ছাড়া সার্ভেয়ার মোস্তফাপুর গুদামপাড়া গ্রামের স্বাধীন রায়ের কাছ থেকে ৮ হাজার, কালুপাড়া ইউনিয়নের হাঁড়িভাঙা গ্রামের মিজানুর রহমানের কাছ থেকে ৯০ হাজার, শংকরপুর মণ্ডলপাড়া গ্রামের রুস্তম আলীর কাছ থেকে ৫ হাজার টাকা কাজ করে দেওয়ার কথা বলে নেন সাবিনা।

এ ব্যাপারে ইউএনও আবু সাঈদ বলেন, ‘তদন্তে সার্ভেয়ারের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা প্রশাসক কার্যালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।’

সার্ভেয়ারকে অবরুদ্ধ করার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘এমন বিষয় শুনে সেখানে দায়িত্বপ্রাপ্ত গঙ্গাচড়ার এসিল্যান্ডকে বিষয়টি দেখতে বলা হয়েছে।’

সেলফোনে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, আপাতত সার্ভেয়ারকে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ