নীলফামারীর সৈয়দপুরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে লাভলী বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের খরখরিয়াপাড়ার রেজাউল হকের স্ত্রী এবং পার্শ্ববর্তী গ্রামের বাবলু মণ্ডলের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই রেজাউল হক লাভলী বেগমকে অত্যাচার করতেন। ছোট দুই সন্তানের মুখের দিকে চেয়ে সব অত্যাচার সহ্য করতেন তিনি। গত মঙ্গলবার লাভলী বেগম শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাভলী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান এক নারী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।