হোম > অপরাধ > রংপুর

সৈয়দপুরে নিখোঁজের ৪ দিন পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে লাভলী বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের খরখরিয়াপাড়ার রেজাউল হকের স্ত্রী এবং পার্শ্ববর্তী গ্রামের বাবলু মণ্ডলের মেয়ে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই রেজাউল হক লাভলী বেগমকে অত্যাচার করতেন। ছোট দুই সন্তানের মুখের দিকে চেয়ে সব অত্যাচার সহ্য করতেন তিনি। গত মঙ্গলবার লাভলী বেগম শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাভলী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান এক নারী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, মরদেহের সুরতহালে পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ